যে সুখবর দিলেন রাম চরণ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২
তেলেগু সিনেমার তারকা অভিনেতা রাম চরণ। চলতি বছরে ‘আরআরআর’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি। এবার আরো একটি সুখব্র দিলেন এ জনপ্রিয় অভিনেতা।
সুখবরটি হলো- রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
বিষয়টি প্রথমে টুইটারে জানান রামের বাবা তেলেগু ছবির প্রভাবশালী অভিনেতা চিরঞ্জীবী। পরে সেই খবর নিজের টুইটারে শেয়ার করেন রাম নিজেই।
রামচরণ ও উপাসনা ছোটবেলা থেকেই বন্ধু। ২০১২ সালের নিয়ে করেন তারা।
জেবি/এসবি