জন্মহার বাড়াতে যে উদ্যোগ নিল জাপান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২


জন্মহার বাড়াতে যে উদ্যোগ নিল জাপান
জাপানিদের সন্তান

জাপানে নিম্ন জন্মহার ক্রমান্বয়ে আরও কমতে থাকায় জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশটি।


সম্প্রতি স্বাস্থ্য, শ্রম ও জল্যাণ মন্ত্রী কাৎসুনোবো কতো তহবিল বাড়িয়ে ৫ লাখ করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেছেন। অনুমোদন পেলে আগামী অর্থবছর থেকেই এ সুবিধা চালু হতে পারে।


দেশটিতে সন্তান নিতে উৎসাহিত করতে নানা সুযোগ সুবিধা দেয় সরকার। এর মধ্যে আছে একটি তহবিল। ওই তহবিল থেকে একটি শিশু জন্মের জন্য তার পরিবার ৪ লাখ ২০ হাজার ইয়েন পায়। এটি বাড়িয়ে এবার ৫ লাখ ইয়েব করতে চায় সরকার।


এদিকে, সংবাদমাধ্যম জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সন্তান প্রসবের খরচ হয় ৪ লাখ ৭৩ হাজার ইয়েন। যদি তহবিল বৃদ্ধির বিষয়টই কার্যকর হয় তাহলেও তা জাপানিজদের সন্তান গ্রহণে কতুটু আগ্রহী করে তুলবে তা নিয়ে সন্দেহ আছে।


 জেবি/এসবি