সেনাবাহিনীতে যোগ দিলেন এই বিটিএস তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৩৮ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
দক্ষিণ কুরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এ ব্যান্ডের জ্যেষ্ঠ সদস্য জিন যোগ দিয়েছেন মিলিটারি সার্ভিসে। তিনিই বিটিএসের প্রথম সদস্য হিসেবে মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
মিলিটারি সার্ভিসে যোগের দেওয়ার আগে মাথার লম্বা চুলগুলো ছোট করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নতুন হেয়ারকাটের ছবি আপলোড করে তিনি বলেন, ‘আমি যেমনটা ভেবেছি তার চেয়েও বেশি কিউট লাগছে’।
জানা গেছে, সামরিকভাবে সক্ষম সবাইকে সামরিক প্রশক্ষিণ নিতে হয় দেশটিত। জিনের ক্ষেত্রেও তাই ঘটেছে। যদিও ভক্তদের আবদার ছিল তাকে যেন অব্যাহতি দেওয়া হয়। তবে কুরিয়ার কতৃপক্ষ বিটিএস্কে অব্যাহতি দেয়নি।
জেবি/এসবি