শুটিংয়ে দুর্ঘটনার শিকার রাজপাল যাদব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৪১ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় কমিডিয়ান রাজপাল যাদব। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। উত্তর প্রদেশের কাতরা এলাকায় স্কুটার চালানোর এক দৃশ্যে শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘লক্ষ্মী টকিজ’ সিনেমার শুটিং চলাকালে স্থানীয় লোকজন ভিড় করেন। এতে আগত মানুষের মশ্যে শিক্ষার্থীরাও ছিলেন। স্থানীয় ব্যাংক রোডে রাজপালের স্কুটার চালানোর একটি দৃশ্য ছিল। আর এ সময়ে এই দুর্ঘটনা ঘটে।
ইতোধ্যে আহত শিক্ষার্থ কর্নেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কর্মকর্তা রাম মোহন রায় বলেন, ‘অভিনেতা যে স্কুটি চালাচ্ছিলেন সেটি অনেক পুরোনো ছিল। ক্লাচের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষার্থীকে ধাক্কায় দেয়। তবে সেরকম কোনো আঘাত পায়নি ওই শিক্ষার্থী।’
তিনি আরো বলেন ‘তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
জেবি/এসবি