যে সুযোগের অপেক্ষায় রণবীর কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
দীর্ঘ ৬ বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে একসঙ্গে সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুই দেশের অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাজ করার ইচ্ছে থাকলেও আর পারছেন না। এতো দিন কেউ মনের ইচ্ছে প্রকাশ না করলেও সম্প্রতি প্রকাশ করলেন বলিউডের রণবীর কাপুর।
এক অনুষ্ঠানে রণবীর কাপুরের কাছে পাকিস্তানি বর্ষীয়ান এক পরিচালক জানতে চান প্রযোজনা সংস্থা অন্য কোথাও হলে পাকিস্তানি সিনেমায় অভিনয় করবেন কিনা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি অবশ্যই কাজ করবো। কারণ, শিল্পীদের জন কোনও ভৌগোলিক সীমা-রেখা হয় না। পরস্পরের সঙ্গে মিলেমিশে সাংস্কৃতিক আদানপ্রদানই শিল্পের সমৃদ্ধির মূল শর্ত।
রণবীর আরো বলেন, আপনাদের অনেক অভিনন্দন জানাই ‘মওলা জাট’ -এর মতো কাজের জন্য। পাকিস্তানের এরক্ম কোনো কাজের সুযোগ পেলে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করবো আমি। আর সেই সুযোগের অপেক্ষাতেই রয়েছি।
জেবি/এসবি