কথা রাখলেন পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমণিও মেতেছে ফুটবল বিশ্বকাপে। তিনি আর্জেন্টিনার সমর্থক। দলটিকে ভীষণভাবে ভালোবাসেন। তাই গত ১০ ডিসেম্বর প্রিয় দলের জয় হওয়ায় প্রত্যাশা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পরী।
তিনি সেই সময় ফেসবুকে পোস্ট করে লেখেন, 'আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্যে ৭ দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। প্রমিজ।'
পরীর সেই প্রতিশ্রুতি দেওয়ার দিন পার হয়েছে। এর মাধ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়াম মাঠে নামে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। এতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মেসির দল।
প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত পরী দেরিতে হলেও কথা রাখলেন। ব্রাজিলের জার্সি পরে ফেসবুকে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘বলেছিলাম, আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরবো। এই যে ডে ওয়ান।’
জেবি/এসবি