নায়িকার পায়ে চুমু দেওয়ার কারণ জানালেন নির্মাতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
দক্ষিণী সিনেমার জনপ্রিয় আশু রেড্ডির পায়ে চুমু দিচ্ছিলেন জনপ্রিয় ও বিতর্কিত নির্মাতা রামগোপাল ভার্মা। এমন একটি ভিডিও ভাইরালের পর নির্মাতা তোপের মুখে পড়েন তিনি।
অবশেষে বিতর্কের সব কিছু উড়িয়ে দিয়ে মুখ খুলেছেন এ নির্মাতা। ইনি বলেন, 'আমি মাঝে মাঝে বুঝতে পারি না সামাজিকমাধ্যম আসলে কারা ব্যহার করেন। কেনই বা ব্যবহার করেন। আমি আসলে খুব সুন্দর বার্তা দিতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে।'
রামগোপাল আরও বলেন,'নারীরা সম্মানের, তাদের কীভাবে সম্মান করতে হয় এটাই ছিল আমার ভিডিও বার্তা। অথচ এটাকে বিতর্কে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসব ঠিক না। সব কিছু সবার জন্য নয়, আমি এটাই বুঝি।
জেবি/এসবি