গোপনে বিয়ে করলেন দেবলীনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
বিয়ে সেরেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দেবনীলা ভট্টাচার্য। তার বর হলেন ফিটনেস প্রশিক্ষক শানোয়াজ শেখ। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) ফেসবুকে একটি বিয়ের ছবি দেবলীনা।
হঠাৎ তার বিয়ের ছবি দেখে ভক্তরা চমকে গেছেন। অনেকে তার এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এটি কোনো শো, বিজ্ঞাপন, মিজিক ভিডিওর প্রচারণার অংশ কিনা!
দেবলীনার পোস্ট করে ক্যাপশ্নে লিখেছেন, 'হ্যা গর্বের সঙ্গে বলতে পারি আমি অন্য কারও হয়ে গেছি। চেরাগ নিয়ে খুঁজলেও শোনুর (শানোয়াজ শেখ) মতো কাউকে পেতাম না। আমাদের আশীর্বাদ করবেন। সবার জন্য ভালোবাসা।'
জেবি/এসবি