চলচ্চিত্রের সিন্ডিকেট নিয়ে মিষ্টি জান্নাতের বিস্ফোরক মন্তব্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
সম্প্রতি চলচ্চিত্রের সিন্ডিকেট নিয়ে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, 'আমার মনে হয় সবাই সবাইকে সম্মান করে কথা বলাটা খুবই জরুরি বিষয়। কাউকে ছোট করতে গেলে নিজে ছোট হয়ে যেতে হয়। আমরা কেউই পারফেক্ট না মনে রাখতে হবে। ডিরেক্টর-আর্টিস্টদের রিলেশন হবে পরিবারের মতো। মিডিয়া আমাদের আর একটা পরিবার এটা ভুলে গেলে চলবে না যারা মিডিয়া করেন।'
নিজেদের পরিবারে আমরা নিজেরাই নিজেদের সম্মান করতে পারি না। বাইরের লোকজন কি করে করবে? এ প্রশ্ন রেখে তিনি আরও বলেন, এই জন্যই আজ বাংলা ফিল্ম -মিডিয়ার লোকজন সম্মান পায় না । অথচ পাশের দেশে এই ফিল্ম মিডিয়ার লোকজনকে পুজা করা হয় দেবতার মত। আর হ্যা সিন্ডিকেট এর কারনে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা খুবই কষ্টকর। এই সিন্ডিকেটে টিকতে গেলে নিজে সিনেমা প্রযোজনা করতে হয় আর না হলে গার্লফ্রেন্ড, ওয়াইফ অথবা …… হতে হয়। যা খুবই হাস্যকর।'
জেবি/এসবি