ফের জিতের সঙ্গী মিম


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৪৭ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


ফের জিতের সঙ্গী মিম
জিৎ-মিম

কলকাতার তারকা অভিনেতা জিতের বিপরীতে ‘সুলতান’ সিনেমায় অভিনয় করেন বিদ্যা সিনহা মিম। ফের নতুন সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন তারা । ‘মানুষ’ নামের সিনেমাটি বানাচ্ছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।


গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন বিদ্যা সিনহা মিম।  প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে ৮ দিন শুটিং হবে বলে জানা গেছে।


সিনেমা প্রসঙ্গে মিম বলেন, সিনেমাটিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরান-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নত্তা আছে। তঠিক একইভাবে মন্দিরা চরিত্রে পাবেন দর্শকরা।'


জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে সিনেমাটি নির্মান করা হবে। জিৎ-মিম ছাড়াও আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ। 


জেবি/এসবি