প্রথমবার এম এ আলম শুভ'র কথায় বিন্দু কণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
বাউলিয়ানা’ প্রতিযোগিতার প্রথম আসরের দ্বিতীয় রানার্স আপ বিন্দু কণা। বর্তমান সময়ে স্টেজে সবচেয়ে ব্যস্ত গায়িকাদের একজন তিনি।
সম্প্রতি তার গাওয়া নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। 'আউলা ঝাউলা লাগে' শিরোনামের গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ৷ সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। গানটির বিগ বাজেটের ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে৷ গানটি গাওয়ার পাশাপাশি ভিডিও চিত্রে অভিনয় করেছেন বিন্দু কণা নিজেই। ভিডিও পরিচালনায় ছিলেন ইবরার টিপু।
গানটি নিয়ে বিন্দু কণা জানান- এটি আমার সর্বপ্রথম কোনো গানের বিগ বাজেটের মিউজিক ভিডিও৷ আর গানটি আধুনিক ফোক, বর্তমান সময়ের প্রজন্ম যে ধরনের ফোক গান পছন্দ করেন সেভাবে করা৷ আমার দর্শকশ্রোতারা গানটির মিউজিক ভিডিওতে নায়িকা হিসেবেও আমাকে দেখতে পাবেন। আশা করছি গানটি শ্রোতারা অনেক পছন্দ করবেন৷
গানটির প্রসঙ্গে গীতিকার এম এ আলম শুভ জানান- আমি বেশিরভাগ সময় আধুনিক গান লিখি, নাটকের জন্য বেশি লেখা হয়। তবে এবার প্রথমবারের মতো ভিন্ন কিছু চেষ্টা করেছি।আধুনিক ফোক গান লিখেছি। গানটির সুর ও সংগীত নিয়ে যদি বলি ভিন্ন কিছু পাবেন শ্রোতারা। আমি আশা রাখছি গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিবে।
গানটি মিউজিক ভিডিও আকারে খুব শীঘ্রই 'ওরনি রেকর্ডস' এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে বলে জানিয়েছেন।