চঞ্চল চৌধুরীর সেলফিতে বন্দি শাহরুখ খান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২


চঞ্চল চৌধুরীর সেলফিতে বন্দি শাহরুখ খান
চঞ্চল চৌধুরী-শারুখ খান

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামী উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমিতাভ বচ্চন, শারুখ খান, কুমার শানু, রানি মুখার্জি, আরিজিৎ সিং-সহ আরও অনেক ভারতীয় গুণী চলচ্চিত্রশিল্পীরা।


এতে বাংলাদেশের পক্ষে থেকে অংশ নেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আনন্দঘন মুহূর্তগুলো ধরে রাখতে একাধিক বলিউড ও টালিউড তারকাদের সঙ্গে সেলফি তোলেন তিনি। বলিউড বাদশাহ শারুখ খানও ধরা দিয়েছে তার সেলফিতে।


সেলফিটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে শুভেচ্ছা জানাচ্ছে চঞ্চল চৌধুরীকে। এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে ৩টি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে মেজবাউর অহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটিও রয়েছে।


জেবি/এসবি