শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মমলা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
ভারতের বিহারের মুজাফফরপুরে বলিউড বাদশা শারুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছে। পাঠান সিনেমার একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ করা হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) এনডিটিভি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় আইনজীবী সুধীর ওঝা আদালতে মামলার আবেদন করেন। আগামী ৩ জানুয়ারি এই আবেদনের শুনানি শুরু হবে।
আইনজীবী সুধীর ওঝা বলেন,'পাঠানের গান বেশরম রঙ আপত্তিকর এবং এটা হিন্দু অনুভূতিতে আঘাত হেনেছে।'
এদিকে, বেশরম গানটি প্রকাশ্যে আসার পরই ভারতের কিছু এলাকায় সামলোচনার ঝোড় শুরু হয়। বিশেষ করে দেশটির মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে এই গানের বিরুদ্ধে জন্রোশ দেখা দিয়েছে। এছাড়া মধ্যপ্রদেশের নরোত্তম মিশ্রও এই গানের সংশোধন দাবি করেছেন।
জেবি/এসবি