শুভ-ঐশী’র ‘নূর’ মুক্তিতে বাধা নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২
অবশেষে সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল আরিফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। এই সিনেমার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মত পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন তারা। এটি বানিয়েছেন সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফি।
চলতি বছরের জুলাই মাসে কাইগরি ত্রুটি থাকায় ছবিটি মুক্তির অনুমতি দেয়নি। সেই সঙ্গে নতুন করে সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন কাজ করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি।
সিনেমাটি মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, '৪ মাস আগেই আমরা ‘নূর’ সিনেমার সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে নতুন করে সব করে জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে।
তবে এখনও মুক্তির ঘোষণা দিবে বলে জানিয়েছে নির্মাতা। ‘নূর’ সিনেমাটি নিইয়ে তাদের একটি প্ল্যান আছে এবং মুক্তি তারিখ চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে জানান রাফি।
জেবি/এসবি