অনন্ত জলিল এখন উবার চালক!


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


অনন্ত জলিল এখন উবার চালক!
অনন্ত জলিল

ঢাকাই ছবির চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা অভিনীত নতুন সিনেমা 'কিল হিম' -এর শুটিং শুরু হয়েছে। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন অনন্ত জলিল।


শুটিং প্রসঙ্গে অনন্ত বলেন, 'গত ১৬ ডিসেম্বর থেকে কিল হিম সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু আমি ১৭ ডিসেম্বর থেকে শুটিং শুরু করেছি। সব হারিয়ে নিঃস্ব হওয়া উবার চালকের চরিত্রে শুটিং করতে দেখা যাচ্ছে।


তিনি আরও বলেন, 'আমাকে কখনও কিলার, কখনও ড্রাইভারসহ নানা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অ্যাকশনধর্মী সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখেছি। বডি বিল্ডিং থেকে শুরু করে মার্শাল আর্ট প্র্যাকটিস করছি।' 


জেবি/এসবি