আর্জেন্টিনার জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রকৃতি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২
গোটা পৃথিবী কাতার ফুটবল বিশ্বকাপে মেতেছে। তবে বিশ্বকাপ ফুটবল খেলায় অনেক দল অংশগ্রহণ করলেও বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনা দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা একটু বেশিই। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকই ছিল বেশি।
ব্রাজিল কোয়ার্টারে বাদ পড়াতে তারকারা আশায় বুক বেঁধেছেন এবার বিশ্বকাপ নেবে মেসির আর্জেন্টিনাই। আজ ফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আজকের ফাইনাল ম্যাচ আর্জেন্টিনার জয় হবে বলে বিশ্বাস করেন অভিনেত্রী মানসী প্রকৃতি।
তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনার খেলার মধ্যে ভিন্ন কিছু রয়েছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। মেসি তো দুর্দান্ত খেলে। সব মিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে। এবার দলটির মাঝে যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি, তাতে ফাইনালে কোনো প্রতিপক্ষকেই বাধা মনে করবে না তারা। আশা করছি, মেসির হাতেই উঠবে এবারের বিশ্বকাপ।
জেবি/এসবি