ইতিহাস গড়তে কাতারে দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৪০ এএম, ১৯শে ডিসেম্বর ২০২২

বলি পড়ার দীপিকা পাড়ুকোন এবার কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন তিনি।
তবে বিশ্বকাপের টাইটেল সংয়ে পারফর্ম করছিলেন বলিউডের নোরা ফাতেহি। এবার ফাইনালে ট্রফি উন্মোচন করবেন দীপিকা।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ভারত ছেড়েছেন এ অভিনেত্রী। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) কাতার যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দরে এলে ফটোগ্রাফারদের মুখোমুখি হন দিপীকা।
এমন সময় এক ফটোগ্রাফার তাকে বলেন, 'ম্যাডাম।, মেসির সঙ্গে একটা সেলফি উলে শেয়ার করবেন, আমরা মেসির অনেক বড় ভক্ত।' উত্তরে দীপিকা শুধু হাসলেন এবং বললেন,'আচ্ছা বলবো'।
জেবি/এসবি