বগুড়া-৪ আসনে উপনির্বাচন, এমপি হতে লড়বেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৫৭ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২
মিউজিক ভিডিও করে রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া হিরো আলম এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন।
ওই আসনে বিএনপির সংসদ সদস্য মো.মোশারফ হোসেন পদত্যাগ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে কিছুদিন পর। আর এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বচন করতে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নির্বাচন প্রসঙ্গে হিরো আলম বলেন, 'তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। যদি আমাকে লঙল প্রতীক দেওয়া হয় তাহলে লাঙল প্রতীকে নির্বাচন করবো। আর যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।'
জেবি/এসবি