বিরতি ভাঙলেন চিত্রাঙ্গদা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২


বিরতি ভাঙলেন চিত্রাঙ্গদা
চিত্রাঙ্গদা সিং

দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডের একাধিক সুপারহিট সিনেমা উপিহার দেওয়া অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। চলতি বছরের শুরুতে তিনি একটি ইন্দো-ইতালীয় সিনেমায় সাইন করছেন।


সম্প্রতি গৌতম ঘোষের পরিচালনায় ফের সেই সিনেমার শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। এতে প্রাধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা।


এদিন তার একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে একটি স্লিকের শয়াড়ি এবং ন্যূনতম মেক-আপে দেখা যায়। চলচ্চিত্রটি একটি দম্পতি এবং তাদের সন্তানের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।


জানা গেছে, শিগগিরই সিনেমার গোটা টিম ভারতের মধ্যে প্রদেশের জবল্পুরে যাবে শুটিং্যের জন্য। হিন্দি এবং ইংরেজি দুইটি ভাষাতেই শুটিং করা হবে এই সিনেমাটি। পরে ইতালীয় ভাষায় ডাব করা হবে।


সিনেমাটির গল্প লিখেছেন গৌতম এবং জগন্নাথ গুগন্নাথ গুহ। এছাড়াও রয়েছেন ইতালীয় চিত্রনাট্যকার অ্যামেডিও প্যাগানিনি এবং সার্জিও স্কাপাগনিনি।


জেবি/এসবি