খেলা শুরুর আগে ওয়াজ মাহফিলের মাঠ ফাঁকা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৩ এএম, ২০শে ডিসেম্বর ২০২২

শ্রোতা শূন্য প্যান্ডেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাহফিলের মঞ্চে ওয়াজ করছিলেন ইসলামি বক্তা। বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল খেলা শুরুর আগেই শ্রোতা শূন্য হয়ে যায় মাঠ।
গতকাল রবিবার (১৮ ডিসপম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বারে এ ঘটনাটি ঘটেছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিশাল প্যান্ডেলের মঞ্চে মাইকে বক্তব্য রাখছেন এক ইসলামি বক্তা। সামনে বসা ১০-১৫ জন শ্রোতা। তাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং বৃদ্ধ। ভাইরাল ওই ছবিতে ক্যাপশন লেখা হয় ‘আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলার ৩৫ মিনিট আগেই মাহফিলের মাঠ খালি! ঘটনাটি কুমিল্লা জেলার।’
জানা গেছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর দারুল আকরাম মাদরাসার মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ছিল রোববার। তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত বক্তা মোল্লা নাজিম উদ্দীন।
মাহফিলের আয়োজক কমিটির সদস্য জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা মাহফিল শুরুর কোনো এক সময়ের তোলা ছবি। যখন মাহফিলে তেমন লোকজন আসেনি। ভাইরাল হওয়ার জন্য ছবিটি কেউ ভুল তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করে দিয়েছে।
দেবিদ্বার পুলিশের ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ওয়াজ মাহফিলে কেউ আসবে কী আসবে না এটা শ্রোতাদের বিষয়। হোসেনপুর মাহফিলের বিষয়টি আমার জানা নেই।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, এ বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে জেনে তারপর জানাতে পারবো।
জেবি/ আরএইচ/