মাদারীপুরের টেকেরহাটে এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


মাদারীপুরের টেকেরহাটে এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার উদ্বোধন
মাদারীপুরের এনআরবিসি ব্যাংকের উদ্বোধন

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।


বুধবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ৯৬তম এই শাখার উদ্বোধন করেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মুস্তাফিজুর রহমান। এ সময় রাজৈর  উপজেলার ইউএনও মো. আনিসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, ব্যাংকের সাপোর্ট সার্ভিস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) মোহাম্মাদ পারভেজ হোসেন , ফরিদপুরের ভাঙ্গা শাখার ব্যবস্থাপক  আব্দুল হালিম, টেকেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, সম্মানিত গ্রাহকবৃন্দ,  ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 


উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।