শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করলেন মুক্তিযুদ্ধারা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস  নিয়ে আলোচনা করলেন মুক্তিযুদ্ধারা
ওয়াল ঘড়ি উপহার দেওয়ার সময়

নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ কোমলমতি শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের প্রকৃতো ইতিহাস নিয়ে আলোচনা করলেন পাবনায় জীবিত মুক্তিযোদ্ধাগণ। 


পাবনা সদরের সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা বিষয় নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধ ইসমাইল হোসেন । 


আলোচনা সভা শেষে সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ওয়াল ঘড়ি  উপহার দেন কালের কন্ঠ শুভ সংঘ পাবনা জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভ সংঘ পাবনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম ফারুক,  সহ- সভাপতি  আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শুভ সংঘ পাবনা জেলা কমিটির উপদেষ্টা  সদস্য আলী আকবর রাজু , কালের কণ্ঠের শুভ সংঘ উপজেলা কমিটির সভাপতি কামরুন নাহার লুনা , সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়  ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আসাদুর রহমান রাজীব,প্রধান শিক্ষক সুরমি পারভিন, সহকারী শিক্ষক ও শুভ সংঘ পাবনা সদর উপজেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার,সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।


আরএক্স/