অবশেষে অপেক্ষার অবসান, কারাগার পার্ট ২ আসছে কাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৬ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


অবশেষে অপেক্ষার অবসান, কারাগার পার্ট ২ আসছে কাল
কারাগার

বহুল অপেক্ষার পর অবশেষে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’ -এর দ্বিতীয় কিস্তি মুক্তি দেওয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুক্তি দেওয়া হবে জানা গেছে।


এর আগে  ৬ ডিসেম্বর এই ওয়েভ সিরিজের ট্রেইলার প্রকাশ করা গয়েছিল।  অনেকেই ধারণা করেছিলেন আগের পার্টের রহস্য পার্ট ২-তে শেষ হবে! কিন্তু ট্রেলারে চঞ্চল চৌধুরীর কণ্ঠে শোনা গেল, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু’। 


এ থেকে দর্শকমনে প্রশ্ন জাগতে পারে- কী হতে চলেছে কারাগার ওয়েভ সিরিজে? ট্রেইলারএ রহস্যটি জীবতে থাকলেও, আগামীকাল ২২ ডিসেম্বর খুলবে সব জট পার্ট টু ওটিটি প্ল্যাটফর্ম হইচইইয়ে রিলিজ করা হবে।


জেবি/এসবি