Logo

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩১ সাঁতারু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮
16Shares
বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩১ সাঁতারু
ছবি: সংগৃহীত

এবার বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১জন সাঁতারু।

বিজ্ঞাপন

এবার বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১জন সাঁতারু। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে এই সাঁতার শুরু হয়েছে।

বিজ্ঞাপন

১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হবে সেন্টমার্টিনে । এবারের সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। 

বিজ্ঞাপন

এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার। এখন পর্যন্ত ১৮বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সফল হলে টানা ১৯বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড গড়বেন। 

এবারের সাঁতারুরা হলেন-লিপটন সরকার, মোঃ মনিরুজ্জামান,মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত,শেখ মাহবুব উর রহমান,সাইফুল ইসলাম রাসেল ,আবুল কালাম আজাদ,মাসুদ রানা, আলী রওনাক ইসলাম,আবাদুল ইসলাম,মোঃ জিহাদ হুসেন,সালাহ উদ্দিন, মোঃ কামাল হোসেন, মোঃ শোহেল রানা, শৌভিক বড়ুয়া,উজ্জল চৌধুরী,মোঃ সাকিব মাহমুদ নাইম খান,মোঃ বদর উদ্দিন, মোঃ ফারুক হোসেন,এস এম শারিয়ার মাহমুদ, মোঃ আবু রাশেদ, মোঃ গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত,শোয়েব তালুকদার,এসকে রায়হান আরাফাত আকাশ,মোছাঃ রেজিনা পারভিন, মোঃ তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ,মোঃ জামিল হোসেন,মোঃ নাসির উদ্দিন,রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

বিজ্ঞাপন

লিপটন সরকার জানান, এবার এক জননারীসহ ৩১জন সাঁতারু অংশ নিচ্ছেন। এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে।নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে।বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। ধারাবাহিকভাবে এ নৌপথে সাঁতার অনুষ্টিত হচ্ছে। প্রতিবারেই সাঁতারুরা অংশগ্রহণ বলে দিচ্ছে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয়।”

 

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬দশমিক ১কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক।২০০৬সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়।সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD