প্রকাশ্যে রিচি চৌধুরী’র প্রথম মৌলিক গান


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২২


প্রকাশ্যে রিচি চৌধুরী’র প্রথম মৌলিক গান
রিচি চৌধুরী

কয়েকটি গ্লাস এবং চামচের সাহায্যেই তুলতে পারেন যে কোনো গানের সুর। নজরুল সঙ্গীতসহ বিভিন্ন বিখ্যাত গানের সুর জলতরঙ্গের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন দিনাজপুরের মেয়ে সামি সাদিকিন চৌধুরী রিচি।


সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া প্রথম মৌলিক গান‘তবু হয় না দেখা’। এম এ আলম শুভ'র কথায় গানটির সুর ও সংগীতে ছিলেন ওসমান সজীব ও অনিম খান। গানটি মিউজিক ভিডিও আকারে তার নিজস্ব ফেসবুক পেজ ‘রিচি চৌধুরী’ ও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। 


গান প্রসঙ্গে রিচি জানান, এটি তার জীবনের প্রথম মৌলিক গান। নিজের একটা গান থাকার আনন্দ অন্যরকম। প্রথমবার গেয়েছি তবে আশা করছি আমার শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করছেন। প্রকাশের পর থেকে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি।


জেবি/এসবি