প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে যা বললেন জাহ্নবী


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে যা বললেন জাহ্নবী
জাহ্নবী কাপুর

বলিউডের নির্মাতা বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। সিনেমায় পা রাখার আগে থেকে ব্যক্তি জীবনে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। অনেকের সঙ্গে তার প্রেম রয়েছে বলে গুঞ্জন উঠেছে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে জাহ্নবী। সেখানে তাকে প্রশ্ন করা হয় । বর্তমানে কার সঙ্গে আছেন তিনি? এমন প্রশ্নে কিছুই বললেন না এই নায়িকা। তবে আরেক প্রশ্নে ফিরে গেলেন অতীতের প্রেমে।


রাস্তাঘাটে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন কখন? এই প্রশ্নের উত্তরে জাহ্নবী জবাব দেন, হ্যাঁ...প্রকাশ্যে আমরা পরস্পরকে আদর করেছি।


'আমরা' মানে কারা? জাহ্নবী জানান, সাংবাদিক, আলোকচিত্র সবাইকে এডিয়ে চলতেন এক সময়। কখনো কখনো এমনো হয়েছে যে, গাড়ি ডিকিতে লুকিয়ে পড়তেন ক্যামেরা এড়াতে। যশ-খ্যাতি তার স্বাধীন জীবনযাপনে বাধা হইয়ে দাঁড়াক, কখনোই চাননি। সে সমিয় ছোটবেলার বন্ধু অক্ষত রাজনের সঙ্গে প্রেম করতেন তিনি।


জেবি/এসবি