পরিচালক সমিতির উন্নয়নে কাজ করতে চাই: এখলাস আবেদিন
সাইফুল বারী
প্রকাশ: ০৫:৩০ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২২-২৩ এর মেয়াদ শেষ হয়েছে আগেই। আগামী ৩০ তারিখে হতে যাচ্ছে ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন। এবারের নির্বাচনে দুটি পরিষদ অংশ নিয়েছে। একটি গুলজার-রাজু পরিষদ অন্যটি কাজী হায়াৎ-শাহীন সুমন পরিষদ। কাজী হায়াৎ-শাহীন সুমন পরিষদের নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন দশজন। সেই দশজনের একজন চিত্রপরিচালক এখলাস আবেদিন।
ঢাকাই সিনেমার এই পরিচালক এবারই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার প্রত্যাশা যারা যোগ্য তারাই জয়ী হবে। তাই নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা হলে তিনি জানান, ‘আমি এবারই প্রথমবার নির্বাচনে অংশ গ্রহণ করছি। একটি সংগঠনে যারা সদস্য হিসেবে থাকে, তাদের স্বার্থরক্ষার্থে এবং সকল সুবিধা -অসুবিধা দেখভাল করার দায়িত্ব থাকে সংগঠকদের। আমি গত কয়েক বছর থেকেই দেখে আসছি শাহীন সুমন ভাইদের প্যানেল সদস্যদের পাশে থেকে কাজ করছেন। আমি জয়যুক্ত হলে অবশ্যই আমার কিছু করার আছে সমিতির জন্য। দেখুন, সমিতি তো কাউকে বাড়ি-গাড়ি করে দিতে পারবে না, সমিতি পারবে সদস্যদের সকল কাজের ব্যবস্থা করতে। নানা সুযোগ-সুবিধা দিয়ে পাশে থাকতে। সেই চেষ্টা করে যাবো আমি ও আমার পরিষদের নেতারা।’
চলচ্চিত্রের শিল্পী সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ‘নতুন মুখের সন্ধান’। আবারও এই প্রতিযোগিতা চালু করবে কাজী হায়াৎ-শাহীন সুমন পরিষদ। এমনটা জানিয়ে এখলাস আবেদিন বলেন, ‘এই প্রজেক্ট নিয়ে নতুন করে পরিকল্পনা রয়েছে আমাদের। হুট করে চাইলেই কিছু করা যায় না। স্পনসর থেকে শুরু করে অনেক কাজ থাকে। আমরা একটা খসড়া করেছি। নির্বাচিত হলে অবশ্যই ‘নতুন মুখের সন্ধান’ শুরু হবে।’
প্রসঙ্গত, সিনেমা পরিচালনার পাশাপাশি এখলাস আবেদিন একজন চিত্রনাট্যকার, গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত। অসংখ্য গান আছে তার লেখা যা জনপ্রিয়। ২০১৬ সালে 'ভালোবাসাপুর' নামক একটি সিনেমা দিয়ে পরিচালক হিসেবে যাত্রা করেন। বর্তমানে ‘ট্যাবু’ নামের একটি সিনেমার চিত্রনাট্য শেষ করেছেন। শিগগিরই মুক্তি পাবে তার পরিচালিত সিনেমা ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। ছবিটির হল বুকিং শুরু হয়েছে।