‘বাসের হেল্পার সাফা কবির’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২
দোলনচাঁপা বাসে একজন হেল্পার হিসেবে কাজ করছেন অভিনেত্রী সাফা কবির। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে খবরটি। এর আগে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন একটি দোকানে।
একপ্রকার বাধ্য হয়েই বাসের হেল্পারের কাজ নেন তিনি। কারণ, কাজটা কষ্টকর হলেও অনেক সম্মানজনক বলে মনে করেন তিনি।
শুক্রবার নাটকটির শুটিং শেষ হয়েছে। রাজধানীর কড়াইল বস্তি, শাপলা চত্বর, কুড়িল ফ্লাইওভার, ও আবদুল্লাহপুরের কামারপাড়া বাসস্ট্যান্ডে নাটকটির শুটিং করা হয়।
নির্মাতা আলোক হাসান জানান, সাধারণত বাসে নারী হেল্পারদের দেখা যায় না। পত্রিকায় ভাবনা নামের ওই মেয়েটির খবর পড়ার পর আমার হৃদয়ে সেটা দাগ কেটে যায়। আর তখনই সিদ্ধান্ত নিই নাটকটি বানানোর।
প্রসঙ্গত, নাটকটির চিত্রনাট্য লিখেছেন শফিকুর রহমান শান্তনু। এতে সাফা ছাড়াও আরও অভিনয় করেছেন, মনোজ প্রামাণিক, আমানুল হক হেলাল।