সমালোচনা নিয়ে মুখ খুললেন দিঘী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩১ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


সমালোচনা নিয়ে মুখ খুললেন দিঘী
প্রার্থনা ফারদিন দীঘি

শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বর্তমানে সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করছেন। তবে অভিনয়ের পাশাপাশি বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি।


কয়েকদিন আগে নির্মাতা রায়হান রাফির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন দিঘী। মূলত, নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমাকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই ঝামেলা তৈরি হয়।


সে সময় রাফি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোটবেলার দীঘিকে অনেক পছন্দ করেন তিনি। তবে বর্তমান দীঘি সিনেমার জন্য একেবারেই ফিট নয় বলে জানান। এ কারণেই তাকে তার ছবিতে নেননি তিনি। সেইসঙ্গে টিকটক ছাড়ার পরামর্শও দেন দীঘিকে।


তবে সব সমালোচনা উপেক্ষা করে উল্টো ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান এবং ভালো কাজের অনুপ্রেরণা পান। দীঘি গণমাধ্যমকে বলেন, ‘কোনো সামালোচনাএও আমি কষ্ট পাই না। বরং এগুলো আমাকে মাসিকভাবে শক্ত করে। যত বেশি সমালোচনা হবে, আমার তত বেশি জেদ তৈরি হবে। মাঝেমধ্যে সমালোচনার দরকার আছে, নইলে সবকিছু নিরামিষ মনে হবে।’


জেবি/এসবি