শুটিং স্পট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) মুম্বাইয়ের পালঘর জেলার ভাসাইতে একটি শুটিং সেটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়ার আগেও শুটিং সেট থেকে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'যারা নিজের তীব্র আকাঙ্ক্ষা দিয়ে চালিত তারা কখনো থেকে থাকে না।'
এ প্রসঙ্গে ভালিভ থানার নিমিয়র ইন্সপেক্টর কৈলাশ বারভে জানান, প্রথমিকভাবে পুলিশের ধারণা মানসিক অবসাদ থেকে আত্মত্যা করেছেন তুনিশা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের ভিওয়াড়ি হাসপাতাল পাঠানো হয়েছে। তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটানী নিয়ে পুলিশ তদন্ত করছে।
জেবি/এসবি