দেশে করোনায় একজনের প্রাণহানি, শনাক্ত ৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৮ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২


দেশে করোনায় একজনের প্রাণহানি, শনাক্ত ৬
করোনা টেস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি হয়েছে। একই সময়ে আরও ৬ জন আক্রান্ত হয়েছে।


রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯ নমুনা সংগ্রহ করা হয়। এসময় পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৭২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ১৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৯ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।


জেবি/এসবি