অস্বাস্থ্যকর সম্পর্কের চেয়ে বিচ্ছেদ উত্তম: স্বাগতা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৭:১০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২


অস্বাস্থ্যকর সম্পর্কের চেয়ে  বিচ্ছেদ উত্তম: স্বাগতা
স্বাগতা

৭ বছরের প্রেম  আর ৬ বছরের সংসারের ইতি টানলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা ও স্বামী সিনেমাটোগ্রাফার রাশেদ জামান। তাদের বিচ্ছেদের প্রায় এক বছর হয়েছে । 


রবিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বাগতা। তিনি জানান, ছয় বছরের সংসারের অনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে ২০২১ সালের ১৬ ডিসেম্বর।


স্বাগতা বলেন, ‘যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুজনে। ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’


এর আগে সাত বছর প্রেম করার পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।


জেবি/এসবি