‘স্বর্ণ আমদানির সুযোগ থাকলেও চোরাচালান কমেনি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘স্বর্ণ আমদানির সুযোগ থাকলেও চোরাচালান কমেনি’

স্বর্ণ আমদানি সুযোগ দেবার পরও বৈধ পথে আমদানি খুব একটা বাড়েনি। স্বর্ণ চোরাচালানে ভাটা পড়ে নাই, তাই এটা নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জিং কাজ বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম।

ইএফডি লটারি অনুষ্ঠানে এনবিআর চেয়াম্যান বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেবার জন্য নয়, বিভিন্ন ধরনের লেনদেনের প্রেমেন্টের কাজে এখন স্বর্ণ ব্যবহার হচ্ছে। স্বর্ণ আমদানি সহজ করার উদ্যোগ বাজেটে থাকবে বলেও জানান তিনি।

বলেন, ভ্যাট যন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অর্ন্তভুক্ত করে পণ্যের দাম করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি চাকরিজীবি, কাষ্টমস কর্মকর্তা কেউ ভ্যাট দিতে চায় না।

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয়ের জন্য ভেনাস জুয়েলার্স লিমিটেডকে দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী হিসেবে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। সম্মাননা নেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গা চরণ মালাকার।

২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রামের কিছু দোকানে ইএফডি বসানো শুরু হয়। পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ,পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।

জি আই/