রাতের পার্টিতে টুইঙ্কেল খান্নার আপত্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২
বলিউডের জনপ্রিয় নায়িকা টুইঙ্কেল খান্না। ২৭ বছর আগে‘বারসাত’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এক সময় নাইট ক্লাবের পরিচির মুখ ছিলেন এ অভিনেত্রী।
বর্তমান সময়ে যেমন অভিনয় থেকে সরে এসেছেন, তেমনই পার্টিতেও দেখা মেলে না তার। স্বামী-সন্তান ও লেখালেখির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এখন তার কাছে নাইট ক্লাব মানেই বিরক্তিকর বিষয়!
সম্প্রতি ও বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন, ‘একটা সময় ছিল যখন নাইট ক্লাব, নাইট পার্টি আমাকে দারুণ আকর্ষণ করতো, থ্রিলিং লাগত। এখন কোনো নৈশভোজের নিমন্ত্রণ এলেও বিরক্ত লাগে। আমাকে ব্রেকফাস্টে ডাকো, লাঞ্চে ডাকো, আমি যাব। শুধু ডিনার পার্টিতে নিমন্ত্রণ করো না।’
সামাজিকমাধ্যমে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এসব কথা বলেন টুইঙ্কেল খান্না। তবে কী কারণে এখান নাইট পার্টি ভালো লাগে না, সে বিষয়ে ব্যাখ্যা করেননি তিনি।
জেবি/এসবি