বিমানবন্দরে ফটোগ্রাফারদের যে অনুরোধ করলেন সোনম


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫:০৪ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২


বিমানবন্দরে ফটোগ্রাফারদের যে অনুরোধ করলেন সোনম
সোনম কাপুর

চলতি বছরের আগস্ট মাসে পুত্রসন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। এখন উপভোগ করছেন মাতৃত্বের স্বাদ। হাতে সিনেমা না থাকায় পরিবারকে দিচ্ছেন সময়।


শিল্পপতি আনন্দ আহুজাকে বিয়ে করেছেন সোনম। বর্তমানে স্বামী সন্তান নিয়ে লন্ডনেই বসবাস করছেন তিনি।  তবে প্রায়ই মুম্বাই যাতায়েত করেন। সম্প্রতি অনিল কাপুরের ৬৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাই গিয়েছিলেন সোনম। পরিবারের সঙ্গে উদাযাপন করেন বাবার জন্মদিন।


জন্মদিন উদযাপন শেষে  লন্ডনে ফেরার পথে বিমানবন্দরে ঢোকা মাত্রই ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। এ সময় হাতজোড় করে অনুরোধ করেন অভিনেত্রীর ছেলে ‘বায়ু’র ছবি না তোলার জন্য।


বিমানবন্দরে ফটোগ্রাফারদের উদ্দেশে সোনম বলেন, আমার ছেলে বায়ু আসছে, আপনাদের সবাইকে অনুরোধ করছি, প্লিজ কেউ ওর ছবি তুলবেন না।


জেবি/এসবি