বিয়ে ছাড়াই সন্তান চান সালমান খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২
বলিউডের 'ভাইজান' খ্যাত অভিনেতা সালমান খান। বিয়ে ছাড়াই সন্তনের বাবা হতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন তিনি।
সালমান খান বলেন, 'আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমরাও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।'
ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের মতে শিশুরা পবিত্র। তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা!
জেবি/এসবি