সুজনের ‘কলিজা আঙ্গার’
সাইফুল বারী
প্রকাশ: ০৬:০১ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২
নতুন বছরের শ্রোতাদের সামনে নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন প্রতিশ্রুতিশীল গায়ক সাকিবুল হাসান সুজন। ‘কলিজা আঙ্গার’ শিরোনামের গানটি পহেলা জানুয়ারী শাহ মিউজিক প্রোডাকশন ইউটিউবে প্রকাশিত হবে।
গানটি লিখেছেন রকিব আলী ও সুর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত করেছেন শাদ শাহ।
প্রসঙ্গে গীতিকার রকিব আলী বলেন, সাকিবুল হাসান সুজন কে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গানটি গাওয়ার জন্য, তার কন্ঠে গান টা পরিপূর্ণ রুপ পেয়েছে
আশা করি গানটি সবার পছন্দ হবে বিশেষ করে যাদের কলিজা পুড়েছে। প্রিয় মানুষ হারানোর বেদনা এবং পাওয়ার আকুতি হৃদয় নাড়িয়ে দিবে।
জানতে চাইলে সুজন বলেন, গানটির কথা সুর চমৎকার, শাদ ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার মিউজিক করার জন্য, আমি আমার সর্বোচ্চ দিয়ে গানটি গেয়েছি, আশা করছি গানটি সবার ভালোবাসা কুড়াবে।