ছাড়পত্র পেল ‘লিডার আমিই বাংলাদেশ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮:৩০ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২
ঢাকাই ছবির তারকা জুটি শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’সিনেমার সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার।
গণমাধ্যমকে তিনি বলেন, অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তির জন্য আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে।
সৈয়দ আশিক রহমান রহমানের প্রযোজনায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্মান করেছেন তপু খান। সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে প্রযোজক সৈয়দ আশিক রহমান। তিনি ওই পোস্টে লিখেছেন, সেন্সর পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ষষ্ঠ চলচ্চিত্র ‘লিডার আমিই বাংলাদেশ’।
জেবি/এসবি