বাবা হারালেন চঞ্চল চৌধুরী


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


বাবা হারালেন চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা গোবিন্দ চৌধুরী আর নেই। তিনি বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি।


ফেসবুকে তিনি লিখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭.৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।


শাহনাজ খুশি আরও লেখেন, তার আত্মার শান্তিকামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।


জেবি/এসবি