মেট্রোরেলে চড়ে যাত্রীদের বাধভাঙা উচ্ছ্বাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


মেট্রোরেলে চড়ে যাত্রীদের বাধভাঙা উচ্ছ্বাস
মেট্রোরেলে চড়ে যাত্রীদের বাধভাঙা উচ্ছাস- ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে যাত্রীদের উচ্ছ্বাস করতে দেখা গেছে। উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনসাধারণের জন্য খুলেছে মেট্রোরেলের দুয়ার। ফলে প্রথম দিনে মেট্রোরেলে ভ্রমণ করে উচ্ছ্বসিত নানা শ্রেণি-পেশার মানুষ।


জাহিদ নামের এক যাত্রী বলেন, আমার বাসা মিরপুর। দীর্ঘ দিন মেট্টোরেলের কাজ চলছিল। তবে অপেক্ষায় ছিলাম কবে মেট্টোরেল চালু হবে। অবশেষে চালু হয়েছে। তাই প্রথম দিনই মেট্টোরেল চড়তে এসেছি। সত্যিই আনন্দ লাগছে। 


নবীন হোসেন নামের আরেক যাত্রী  বলেন, আমার বাসা দিয়াবাড়ি। তবে মেট্টোরেল চড়ে অনেক ভালো লাগছে। এর আগে বৃহস্পতিবার ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন মেট্টোরেলের যাত্রীরা। কেউ কেউ ফজরের নামাজের আগে থেকেই স্টেশনে উপস্থিত হয়েছেন।


আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, আমি ভোর ৫টায় এসেছি। পরে সকাল আটটায় প্রথম ট্রেনের যাত্রী হযেছি। এতে অনেক ভালো লাগে।