প্রেমের টানে লক্ষ্মীপুরে নেপালি তরুণী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২


প্রেমের টানে লক্ষ্মীপুরে নেপালি তরুণী
লক্ষ্মীপুরে নেপালি তরুণী জ্যোতি

প্রায় চার বছর আগে সাইপ্রাসে পরিচয় হয় বাংলাদেশের যুবক রাসেল ও নেপালি তরুণী জ্যোতি। পরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।


এই সম্পর্কটিকে নাম দিতে দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।


রাসেল মুসলিম, জ্যোতি হিন্দু হওয়ায় দুজনের বিয়ে নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাধা কাটিয়ে তারা বিয়ে করেছেন। জ্যোতি ভালোবাসার জন্য ত্যাগ করেছেন নিজের ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নামও পাল্টে নিয়েছেন তিনি। এখন তার নাম খাদিজা বেগম।


রাসেল লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনতাজুর রহমান ভূঁইয়া। জ্যোতি আকা খাদিজা এখন তার স্বামীর সংসারেই আছেন। তার মূল বাড়ি নেপালের সোনাচুড়ি জেলার হেটড়া শহরে।


রাসেল জানান, তার স্ত্রী হওয়ার আগে প্রায় চার বছর ধরে সাইপ্রাসের একটি কোম্পানিতে কাজ করতেন। সেখানেই কাজ করতে গিয়ে দুজনের পরিচয় হয়। এক পর্যায়ে জ্যোতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নিতে একে অপরের বাড়ি ফেরেন।


ছেলের বৌ পেয়ে খুশি রাসেলের মা। তিনি বলেন, ওদের আনন্দেই আমরা আনন্দিত। ইসলামি রীতি-নীতি অনুসরণ করেই তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছি।


বিদেশি বৌ দেখতে রাসেলের বাড়িতে ভিড় করেছেন এলাকার লোকজন। তারা জানান, নতুন বৌ’র সঙ্গে কথা হয়েছে। তিনি সুন্দর করে বাংলা ভাষায় কথা বলতে জানেন। তাদের পছন্দ হয়েছে।