সায়ীদের কথায় সামস’র ‘দুখের কারখানা’
সাইফুল বারী
প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২
সময়ের আলোচিত শিল্পী সামস ভাই এবার গাইলেন গীতিকার মুসাইব হাসান সায়ীদের কথায় ‘দুখের কারখানা’ শিরোনামে একটি গান। এটি খাইরুল ইসলাল দিপুর সংগীতায়োজনে সুর করেছেন এ কণ্ঠশিল্পী নিজেই।
কক্সবাজারের দারুণ সব লোকশনে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। নির্মাতা শামীম আহসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন জুয়েল রানা খান এবং ফারহানা ফারিয়া।
গান প্রসঙ্গে মুসাইব হাসান সায়ীদ বলেন, ‘সামস ভাই -এর কণ্ঠ দুখের কারখানা এরই মধ্যে সবার কাছে প্রশংসিত হয়ে উঠেছে। আমার বিশ্বাস, সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় গানটি থাকবে।’
সম্পতি বিএমসি ফিল্ম ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রাকাশ করা হয়েছে।