ফের একসঙ্গে পর্দায় আসছেন আলমগীর-রুনা লায়লা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৫৫ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২
বাস্তব জীবনে তারা একে অপরের জীবন সঙ্গী। একজন দেশের নন্দিত নায়ক আলমগীর, অন্যজন উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা। এবার দীর্ঘ বিরতির পর একসঙ্গে তারা পর্দায় হাজির হচ্ছেন।
জানা গেছে, বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে অভিনয় করবেন আলমগীর-রুনা লায়লা। আগামী ১০ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে। এটি নির্মাণ করবেন পরিচালক অনন্য মামুন।
বিজ্ঞাপন প্রসঙ্গে অনন্য মামুন বলেন, এই বিজ্ঞাপনটি তাদের ছাড়া কল্পনা করতে পারছিলাম না। সে কারণে তাদের চুক্তিবদ্ধ করিয়েছি। এখানে তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবেই আসছেন।
তিনি আরও বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে বিজ্ঞাপনচিত্রের শুটিং করবো। আশা করছি, ভালো কিছু হবে। তাঁদের পেয়ে আমরা অনেক আনন্দিত।
এর আগে আলমগীর ও রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত 'শিল্পী' সিনেমায় অভিনয় করেছিলে। এটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
জেবি/এসবি