আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬৫ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮ জন, ঢাকার বাইরে ভর্তি ৪৭ জন। বর্তমানে সারা দেশে ৩৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ৬২ হাজার ৩২১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ৩৯ হাজার ১৮৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি ২৩ হাজার ১৩৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৮১ জন মারা গেছেন।