আগামীকাল আ. লীগ সতর্ক পাহারায় থাকবে: তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৯ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২


আগামীকাল আ. লীগ সতর্ক পাহারায় থাকবে: তথ্যমন্ত্রী
সচিবালয়ে বাচসাস নির্বাহী পরিষদের সঙ্গে তথ্যমন্ত্রীর মতবিনিময়- ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামীকাল বিএনপির গণমিছিলের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।


আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে বাচসাস নির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, বিএনপির নেতারা ময়না পাখির মতো কথা বলেন। গত ১৪ বছর ধরে তারা একই বুলি ওড়াচ্ছেন। তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছেন।


তিনি বলেন, আপনারা নিজেরাই বলেছেন চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়িয়েছে। অনেকগুলো বন্ধ হল আবার চালু হয়েছে। দেশজুড়ে নতুন নতুন সিনেপ্লেক্স চালু হচ্ছে। রাজশাহী ও বগুড়ায়ও সিনেপ্লেক্স চালু হচ্ছে। সাম্প্রতিক আমাদের বেশ কিছু চলচ্চিত্র সাড়া জাগিয়েছে।

জেবি/আরএইচ/