জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এই আইনজীবী।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জুনিয়র অ্যাডভোকেট এম মাসুদ রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
এদিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে হঠাৎ পানি আসায় গত সোমবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।