থার্টিফার্স্ট নাইটে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


থার্টিফার্স্ট নাইটে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা
যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

ইংরেজি নতুন বছর ২০২৩ ঘিরে আজ রাতে ঢাকা মহানগর এলাকায় যানবাহন-শৃঙ্খলা নিশ্চিতকরণে কিছু সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। 


ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, আজ শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনযোগে প্রবেশের জন্য কাকলী ক্রসিং ও মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। রাত ৮টা থেকে গুলশান বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে মহাখালী এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড, চেয়াররম্যান বাড়ি মোড়, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না।


সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনো জরুরি প্রয়োজনে ফোন করা যাবে নিম্নের নম্বরগুলোতে: ডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬০, এডিসি (ট্রাফিক গুলশান): ০১৩২০-০৪৪৩৬১, এসি (গুলশান ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭২, এসি (মহাখালী ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৫ ও এসি (বাড্ডা ট্রাফিক জোন): ০১৩২০-০৪৪৩৭৮।