জামায়াত-পুলিশ সংঘর্ষে ৪ মামলা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
রাজধানীর মৌচাকে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে।
শনিবার (৩১ ডিসেম্বর) মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি হায়াতুল জানান, জুমার নামাজের পর অনুমতি ছাড়াই জামায়াতের লোকজন মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি এবং শাহজাহানপুর থানা একটি মামলা হয়েছে।
খিলগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, আমার থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলার বাদী এসআই রেজাউল ইসলাম। মামলায় ৭৫ জন আসামির নাম উল্লেখ থাকলেও বাকিরা অজ্ঞাত।