আজ বন্ধ হচ্ছে বিবিসির রেডিও সম্প্রচার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


আজ বন্ধ হচ্ছে বিবিসির রেডিও সম্প্রচার
বন্ধ হচ্ছে বিবিসির রেডিও সম্প্রচার

দীর্ঘ ৮১ বছর পর আজ বন্ধ হচ্ছে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার। আজ শনিবার (৩১ ডিসেম্বর) রাতে প্রচারিত হবে বিবিসি বাংলা রেডিওর শেষ দুটি অধিবেশন।


সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষ বারের মত প্রচারিত হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে দশটায়। অনুষ্ঠান উপস্থাপনা করবেন লন্ডনে মানসী বড়ুয়া আর ঢাকায় আকবর হোসেন।


বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের পটভূমিতে বিবিসি বাংলা রেডিও বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে।


বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা জানিয়েছেন, বিবিসি বেশ কিছু দিন থেকে ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে, এখন এই পরিবর্তনের প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা হবে।