পরীমণির পাশে দাঁড়ালেন নায়িকা সুবাহ


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৫৭ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


পরীমণির পাশে দাঁড়ালেন নায়িকা সুবাহ
পরিমণি-সুবাহ

বিয়ের এক বছর না যেতেই ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সম্পর্কে ভাঙন ধরেছে। শক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে পরীমণি নিজেই সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেন।


তিনি লেখেন, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নেই।'


এদিকে, শুক্রবার দুপুরে পরীমণিকে সান্ত্বনা দিয়েছেন ফেসবুকে একটি পোস্ট করেছেন আলোচিত নায়িকা সুবাহ।


পরীমণিকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে লিখেছেন বিয়ে এবং তালাকের কথা। এজন্য সুরা তালাক ও নাযিল করেছেন। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিচ্ছেদ  বা তালাকের কথা শুনে মজা নেওয়ার কিছু নাই। নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, কারো না কারো বিচ্ছেদ বা তালাক হয়েছে।’


সুবাহ আরও লেখনে, ‘যে অন্যের পিছে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ করে থাকে। আল্লাহ এই পরনিন্দা পরচর্চাকারীদের যেন হেদায়েত দান করেন আর বোঝার তৌফিক দান করেন-আমিন।’


জেবি/এসবি